ঢাকাWednesday , 19 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা;আহত: ৪-

দেশ চ্যানেল
March 19, 2025 1:14 pm
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত করম আলী বেপারীর ছেলে মোঃ হারুন-অর-রশিদ(৫০), মোঃ হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), গ্রাম সম্পর্কের মামাতো ভাই মোঃ মিজানুর রহমান(৪০) ও গ্রাম সম্পর্কের ভাতিজা শামসুল আলম(৪২)।

এঘটনায় আহত মোঃ হারুন-অর-রশিদের ভাই সাবেক জামির্ত্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

জানা যায়, মোঃ হারুন-অর-রশিদ ও একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে ফারুক হোসেনের সাথে ব্লাজন লেবেল ফ্যাক্টরীর সীমানা বাউন্ডারী নির্মাণ নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে ১৭ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংগাইর থানাধীন জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর ব্লাজন লেবেল ফ্যাক্টরীর উত্তর-পূর্ব পাশে মোঃ হারুন-অর-রশিদ(৫০) ঘাস কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে এজাহার উল্লেখিত ১৭ জনসহ ১০/১২ জন অজ্ঞাত আসামী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মোঃ হারুন-অর-রশিদকে আক্রমণ করে। ৪নং আসামী আওয়ামী লীগের ধূসর ফারুকের হুকুমে ১নং আসামী ডালিমসহ সকলের হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকার শুনে ছেলে সাব্বির (১৯) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় মোঃ মিজানুর রহমান(৪০) ও যুবদলের নেতা শামসুল আলম(৪২) এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

তাদের ডাক-চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা সকল জখমীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন হারুন-অর-রশিদ ও সাব্বিরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা গ্রহণ করছেন। জখমী মিজানুর রহমান ও শামসুল আলমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জানতে ফারুকের মোবাইলে একাধিক ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে জামির্ত্তা ইউনিয়ন বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলাম বলেন, আওয়ামী সরকারের আমল থেকেই এই আওয়ামী লীগের দোসররা আমাকে পুলিশি হয়রানী সহ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।এছাড়াও বিগত দিনগুলিতে এই ডালিম ও ফারুক বাহিনী এলাকার বিভিন্ন ফ্যাক্টরি গুলো থেকে চাঁদাবাজি করে আসছিল। গত ৫ ই আগস্ট এর পর আমরা চাঁদাবাজিতে বাধা প্রদান করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়।তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার ঝের ধরে গত ১৭ই মার্চ আনুমানিক ১১ টার দিকে আমার ভাই মোঃ হারুন আর রশিদ ঘাস কাটতে গেলে ডালিম, ফারুক সহ ১০ থেকে ১১ জন আমার ভাইকে এলো পাথারি কোপাতে থাকে, এমন পরিস্থিতিতে আমার ভাতিজা তার বাবাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা হয় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন,দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। হাজী শহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST