মোঃ তুষার আহমেদ, স্টাফ রিপোর্টার :
‘রক্ত দানে নেইকো ভয়
মানবতার হবে জয়’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী একটি সমাজ কল্যাণ সংস্থা স্থাপিত হয়েছে ২০১৫ সালে। সংগঠনের প্রতিষ্ঠাতা অমিত হাসান মারুফ ও রফিক আহমেদ। প্রতিষ্ঠানের নাম রাখা হয় “বন্ধন”, সিরাজগঞ্জ জেলা ব্যাপী ছড়িয়ে পড়েছে, কোথাও কোনো জায়গায় রক্ত লাগলে এই সংগঠনের সদস্যরা ছুটে চলে যান জীবন বাঁচাতে।
শুধু তাই নয়, ইতিমধ্যে বন্ধনের তিনটি শাখা দেয়া হয়েছে। ধুবিল, মাধাইনগর,দেশীগ্রাম ইউনিয়ন শাখার আজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে। স্থান ভোগলমান চারমাথা বাজারে গতকাল
২২ শে সেপ্টেম্বর শুক্রবার সময় ১০ টায়। মাদককে না বলুন, রক্তদানে এগিয়ে আসুন।মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করুন রক্তদান।
শুভ উদ্বোধন করেন, আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল ব্যবস্থাপনা পরিচালক আল আরাফাহ্ হজ্ব গ্রুপ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্ঞানেন্দ্র নাথ বসাক, চেয়ারম্যান দেশীগ্রাম ইউপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান লেবু, সভাপতি/ সম্পাদক মেহেদী হাসান সবুজ বন্ধন সমাজ কল্যাণ সংস্থা নিমগাছী প্রধান শাখা,ফরহাদ আলী জুয়েল,সভাপতি বন্ধন ধুবিল ইউনিয়ন শাখা,লিটল কুমার বসাক, সভাপতি বন্ধন মাধাইনগর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,মেহেদী হাসান বাবু সভাপতি বন্ধন দেশীগ্রাম ইউনিয়ন শাখা,
আশিকুর রহমান আশিক
সিনিয়র সহ-সভাপতি বন্ধন দেশীগ্রাম ইউনিয়ন শাখা,এস এম মিরাজ সরকার, সাধারণ সম্পাদক বন্ধন দেশীগ্রাম ইউনিয়ন শাখা।উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থা দেশীগ্রাম ইউনিয়ন শাখার সকল সদস্য বৃন্দ।