মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলংগা থানা আশেপাশে দীর্ঘদিন ধরে ভ্যাপসা গরম আর প্রচন্ড তাবদাহে জনজীবন আর প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঠিক এমনি মুহুর্তে শরতের মধ্যাহ্নে আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে সলঙ্গায় স্বস্থির বৃষ্টিতে মানুষ ও প্রাণীকুলে সতেজ প্রাণ ফিরে পেয়েছে। এবারে একটানা অনাবৃষ্টিতে কৃষকের আমনের আবাদে হতাশা দেখা দিয়েছিল। প্রায় টানা ২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের ধানের ক্ষেত সহ সবজির আবাদে ফিরে এসেছে সতেজতা। সলঙ্গার সাতটিকরি গ্রামের কৃষক আলতাফ জানান,এবারের গরম আর লোডসেডিং এ জীবন অতিষ্ঠ। আবাদে ও ক্ষতির আশঙ্কা ছিল। আজকের এই স্বস্থির বৃষ্টির ফলে তাপমাত্রা কমে ঠান্ডা নেমে এসেছে। রোপা-আমন ধান সহ সবজি আবাদে কৃষকের মুখে হাসি ফুটেছে। নাইমুড়ী গ্রামের কৃষক আ: বারিক বলেন, রোপা আমন আবাদের এমন মুহুর্তে বৃষ্টির খুবই দরকার ছিল। আল্লাহ আমাদের এলাকায় স্বস্থির বৃষ্টি দিয়েছে।