ঢাকাWednesday , 8 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু

    দেশ চ্যানেল
    November 8, 2023 11:46 am
    Link Copied!

    মোঃ তুষার আহমেদ:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগাম জাতের ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের খেত। আমনের সোনালী ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।অনাবৃষ্টি আর নানা প্রতিকূল পরিবেশের মধ্যে রায়গঞ্জের কৃষকরা এবছর রোপা আমন ধানের চাষ করে ভালো ফলনে খুশি তারা। আগাম উৎপাদনের কারণে ধান ও খড়ের বাজারদর বেশ ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।অন্যদিকে মৌসুমের শুরুতেই অল্প মেয়াদী আগাম জাতের ধান কাটতে পারায় খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ও কৃষি শ্রমিকরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাটাগাড়ী ও জন্তীহারের কৃষকরা জানান,আগাম জাতের ধানের সোনালী শীষে ভরে গেছে আমাদের খেত। চলতি রোপা আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খড়ার কারণে আমন চারা লাগাতে দেরি হলেও পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। সোনালী ধানের পাকা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠেছে কৃষকদের। কেউ ধান কাটছেন,কেউ আঁটি বাঁধছেন,আবার কেউ ভাড় বা বোঝা মাথায় করে ধান বয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। এমন দৃশ্য এখন প্রতিনিয়ত চোখে পড়ছে উপজেলার বিভিন্ন এলাকাতে। ধান কাটা-মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুর সহ কৃষি শ্রমিকদের।এ ছাড়াও গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST