নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
দখল আর দূষণের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদ-
নদী ও খাল। নদীমাতৃক জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। আর এই জেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য ছোট বড় নদ নদী ও খাল। কিন্তু কালের বিবর্তনে আর অবৈধ দখলদার ও ময়লা আবর্জনার কারণে ভরাট হয়ে সরু ক্যানেলে পরিণত হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে এই নদ নদীগুলো। নদীর দুই পাশ দিয়ে দখল করে তৈরি করা হয়েছে পাকা ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এ সকল কারণে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কিন্তু এক সময় এ সকল নদীতে নৌকা বাইচ, মাছ ধরা গোসল, কাপড় ধোয়া, থালাবাসন পরিস্কারসহ গৃহস্থালির সব কাজে নদীর পানি দিয়ে ব্যবহার হতো। কিন্তু ব্যবসায়ীরা নদীতে বর্জ্য আবর্জনা ফেলায় পরিবেশ দূষণে চরম সংকটে পড়েছে।
অবৈধ দখলদার আর কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের দখলের কারণে নদ-নদী গুলো হারাচ্ছে তার পূর্বের রূপ। ফলে পরিবেশের উপর পড়ছে বিরুপ প্রভাব। অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীগুলো দূষণমুক্ত সহ নদী খনন করে নদীর পূর্বের অবস্থা ফিরে আনা হবে। এদিকে নদীর সীমানা নির্ধারণসহ অবৈধ দখলদার ও দূষণকারিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা
তবে এলাকাবাসীদের দাবি অবৈধ দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ নদী খননের মাধ্যমে নদীর পূর্বের অবস্থা দ্রুত ফিরিয়ে আনা হোক।