নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুজিব সড়কের মুক্তা প্লাজা মোড় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি গোবিন্দ বাড়ি মন্দিরে শেষ হয়।এছাড়াও সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান,সহ সভাপতি এ্যডঃ বাবু বিমল কুমার দাস ,সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, অতিরিক্ত জেলা প্রশাসক গনপ্রতি রায়। সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপ্রতি হেলাল উদ্দিন জেলা পূজা উৎপাদন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার সাহা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার গৌর।
এছাড়াও বিভিন্ন মন্দির ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠ, পুজার্চনাসহ ধর্মীয় রীতিনীতি পালন করা হয়।