ঢাকাThursday , 30 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলায় সাবেক মেয়র ও বর্তমান প্যানেল মেয়র আহত

দেশ চ্যানেল
November 30, 2023 12:59 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ কাজিপুরে পূর্ব শক্রতার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন পৌরসভার সাবেক মেয়র ও প্যানেল মেয়র।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার পৌর এলাকার বেড়িপোটল গ্রামে এই হামলায় আহত প্যানেল মেয়র শফিকুল ইসলাম কুড়ানকে চিকিৎসার জন্য বগুড়া এবং সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর থানার ওসি শ্যামল দত্ত।
সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্যানেল মেয়র শফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ওসি জানান, পূর্ব শক্রতার জেরে নিজাম উদ্দিনের ভগ্নিপতি হবি শেখ বুধবার সন্ধ্যার পর শফিকুল ইসলাম কুড়ানকে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে পাঠিয়েছে স্বজনরা।
এ সংবাদ ছড়িয়ে পড়লে কুড়ানের লোকজন হবি শেখকে মারধর করতে তাদের বাড়িতে যায়। কিন্তু তাকে না পেয়ে তারা সাবেক মেয়র নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে। হবি শেখ ও নিজাম উদ্দিন একই বাড়িতে থাকেন।
গুরুতর আহত নিজাম উদ্দিনকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, আহত নিজাম উদ্দিনের মাথায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়াও দুই হাতসহ শরীরের কয়েকটি স্থানে কোপানোর জখম দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
এদিকে খবর পেয়ে আহত নিজাম উদ্দিনকে দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদরের ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনাসহ নেতাকর্মীরা সিরাজগঞ্জ হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় নিজাম উদ্দিনের বোন জামাই কে এম হোসেন আলী হাসান অভিযোগ করে বলেন, “অভিযুক্ত কুড়ান এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। এর আগেও সে নিজাম উদ্দিনকে মারধর করেছিল এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করে পেটের ভুঁড়ি বের করে দিয়েছিল।”
এ বিষয়ে প্যানেল মেয়র সফিকুল ইসলাম কুড়ানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST