ঢাকাThursday , 14 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে যমুনার পাড়ে ভোর হলেই দেখা মিলছে দেশীয় প্রজাতীর নানা জাতের মাছ

দেশ চ্যানেল
September 14, 2023 1:31 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ছোট বড় বাহারী পদের নানান রকম মাছ। নদীর পানি কমতে থাকায় বর্তমানে এ ধরনের মাছ বেশি দেখা যাচ্ছে। প্রতিদিন ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে যমুনার বিভিন্ন চর ও মাঝ নদী থেকে পারে আসতে শুরু করে জেলেদের মাছের নৌকা। আর ভোরের আলো ফুটতেই ক্রেতাদের হাক ডাকে শুরু হয় মাছের নিলাম।

যমুনা নদীর পারে নির্দিষ্ট কোনো মৎস্য আড়ত না থাকায় সিরাজগঞ্জের মতি সাহেবের বাঁশ ঘাট এলাকায় রাস্তার পাশেই ২৫ বছর ধরে বসে মাছের এই বাজার। এখানে নদীর বোয়াল, চিতল, আইড়, চিংড়ি, ট্যাংরা, গুলশা, গোচই, বাইলা, পুঁটিসহ নানা রকমের ছোট মাছ নিয়ে ভোর থেকেই হাঁক-ডাক মুখরিত হয়ে উঠতে দেখা যায়।

এছাড়াও আশেপাশের বেশ কিছু জায়গায় খন্ড খন্ড ভাবে বসে এই মাছের বাজার। ঢাকা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে ভিড় করে খুচরা ক্রেতা পাইকারীসহ হোটেল ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এছাড়াও চাকরিজীবীরাও মাছ কিনতে আসেন এই বাজারে। তবে মাছের দাম একটু বেশি হলেও বিভিন্ন ধরনের তাজা ও টাটকা মাছ নিজ চোখে দেখে কিনতে আসেন দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতারা। এই বেচা বিক্রি চলে ভোর সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

বর্ষার মৌসুমে এই বাজারে বিভিন্ন ধরনের প্রায় ৭ থেকে ৮ মণ মাছ বিক্রি করা হয়। প্রতিদিন গড়ে বিভিন্ন প্রকারভেদে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে। মাছ বিক্রেতারা বলেন, নিলাম শেষে পাইকাররা এই মাছ নিয়ে চলে যায় শহরের বিভিন্ন বাজারে।

একেক দিন একেক রকম মাছের বাজার যায়, নদীর বিভিন্ন প্রকারের বারো মিশালি মাছ বিক্রি হয় ৮০০ থেকে ১২০০ টাকা কেজি পর্যন্ত। আর নদীর বড় কোন আইড় বা বোয়াল মাছ হলে প্রতি কেজিতে বিক্রি হয় ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।
বর্ষার সময় মাছের দেখা বেশি মিললেও অন্যান্য সময় খুব একটা মাছ মেলে না এই বাজারে। যদি সরকারিভাবে জেলেদের প্রনোদনাসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সকল বাজারে মাছের আমদানি আরো বাড়বে বলে জানান সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST