ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে রাস্তা নির্মানে বাঁধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

    দেশ চ্যানেল
    February 1, 2024 11:48 am
    Link Copied!

    নজরুল ইসলাম:

    সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল এলাকায় ঘর ভেঙে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে উপজেলার বেড়ী পোটল গ্রামে এ ঘটনা ঘটে।
    অভিযোগ উঠেছে, কাজিপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মারপিট ও কুপিয়েছে। মারপিটে গুরুতর আহত দুই সহোদর বৃদ্ধ আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম এবং আব্দুস সামাদের স্ত্রী আসমা খাতুন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    জানা যায়, কাজিপুর পৌরসভার মহিলা কাউন্সিলর বেড়ীপোটল চরপাড়া গ্রামের মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলাম গত মঙ্গলবার দুপুরে জোরপূর্বক একই গ্রামের আব্দুস সামাদের ঘর ভেঙে তাদের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে। এ সময় আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পৌর কাউন্সিলর মিনা খাতুনের স্বামী জহুরুল ইসলামসহ তাদের স্বজনরা আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলামকে রাম দাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট শুরু করে। দুজনকে বাঁচাতে আব্দুস সামাদের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।
    পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
    আহত আব্দুস সামাদের ছেলে আসাদুজ্জামান জানান, আমাদের ঘর ভেঙে রাস্তা নির্মাণ করছিল কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বজনরা। বাধা দেওয়ায় বাবা-চাচা ও মা তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST