নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল এলাকায় ঘর ভেঙে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বেড়ী পোটল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, কাজিপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মারপিট ও কুপিয়েছে। মারপিটে গুরুতর আহত দুই সহোদর বৃদ্ধ আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম এবং আব্দুস সামাদের স্ত্রী আসমা খাতুন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, কাজিপুর পৌরসভার মহিলা কাউন্সিলর বেড়ীপোটল চরপাড়া গ্রামের মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলাম গত মঙ্গলবার দুপুরে জোরপূর্বক একই গ্রামের আব্দুস সামাদের ঘর ভেঙে তাদের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে। এ সময় আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পৌর কাউন্সিলর মিনা খাতুনের স্বামী জহুরুল ইসলামসহ তাদের স্বজনরা আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলামকে রাম দাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট শুরু করে। দুজনকে বাঁচাতে আব্দুস সামাদের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত আব্দুস সামাদের ছেলে আসাদুজ্জামান জানান, আমাদের ঘর ভেঙে রাস্তা নির্মাণ করছিল কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বজনরা। বাধা দেওয়ায় বাবা-চাচা ও মা তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে।