জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাইয়্যিবুর রহমান আকাশ (২৯) নামের এক যুবকের বাড়িতে অনশন করেছেন মাস্টার্স পড়ুয়া রাশিদা খাতুন বিনা(২৫) এক তরুণী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের যুবক তাইয়্যিবুর রহমান আকাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছেন। তিনি আসার পর আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছে। তবে সন্ধ্যা হলেও ওই তরুণী বাড়ি ছেড়ে যাননি।
অনশনকারী তরুণী বলেন, ‘আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজানে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরিব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলেন না। আমার মুরব্বিদের ওর বাবা বলেছিলেন, অনুষ্ঠান করে আমায় তুলে নেবেন। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেননি উল্টো ডিসেম্বরে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এজন্য আমি কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছি। আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তাহলে এখানে জীবন দেবো।’
তরুণীর চাচা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মেয়েটার জীবন ওরা শেষ করে দিলো।’
এ বিষয়ে অভিযুক্ত আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ‘ওই মেয়ে গত রমজানে সিনক্রিয়েট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। গত বছরের ২০ ডিসেম্বর আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স দেয়। পরে মুরব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেওয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রিয়েট করছে।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অনশন করার বিষয়টি জানা নেই। তবে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।