নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে পুলিশী অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৪৩) পৃথক দুটি মামলায় সতের বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
শনিবার(১৬ মার্চ) মধ্যে রাতে উল্লাপাড়া থানা পুলিশের একটি চৌকস টিম নারায়ণগঞ্জ এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার চর-মোহনপুর দাস পাড়া গ্রামের মৃত হাশেম বিশ্বাস এশারত এর ছেলে।
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান,১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৮৭৮ সালের ১৯ (এফ) ধারায় ৭ বছর মোট ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।