ঢাকাSaturday , 6 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ মহাসড়কে ১ সেতু ও ৩ ওভারপাসের উদ্বোধন

দেশ চ্যানেল
April 6, 2024 10:43 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

উত্তরবঙ্গের ২২ জেলার মানুষ যেন ঈদে যানজট ছাড়াই কোন স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যে উত্তরবঙ্গের মহাসড়কের ৪ লেনের প্রকল্পে সিরাজগঞ্জের নবনির্মিত মুলিবাড়ি ওভারপাস, পাঁচিলা ওভারপাস, দাতপুর ওভারপাস ও দাতিয়া সেতু চালু করা হয়েছে।

 

শনিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ভার্চুয়াল মাধ্যমে ওভারপাসগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

যার আয়তনের দিক থেকে এলেঙ্গা – হাটিকুমরুল মহাসড়কের মুলিবাড়ি ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, পাঁচলিয়া ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, দাতপুর ওভারপাসের দৈর্ঘ্য ৩৫ মিটার ও দাতিয়া সেতুর দৈর্ঘ্য ৫৬ মিটার।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সদস্য ড.জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ও ঠিকাদারগণসহ অন্যান্যরা।

 

ওবায়দুল কাদের ভার্চুয়াল মাধ্যমে বলেন, ‘সরকার সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ যেন যানজট ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেন এই লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হলো।’

 

তথ্যসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এ মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। এ মহাসড়কে প্রতিদিন ১৭ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে কিন্তু ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঈদের আগে ও পরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই সৃষ্টি হয় নানা রকম যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এই ভোগান্তি এড়াতে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হয়েছে যেন স্বস্তিতে মানুষজন ঈদ যাত্রা উপভোগ করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST