ঢাকাFriday , 6 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিলেট থেকে নবীগঞ্জের হত্যা মামলার প্রধান আসামী রায়হান-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

    দেশ চ্যানেল
    December 6, 2024 6:42 am
    Link Copied!

    মো : তুহিন আলম রেজুয়ান, নবীগঞ্জ প্রতিনিধি:-

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে পূর্ব শত্রুার জের ধরে মোস্তাকিম মিয়াকে তার নিজ ঘরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।

    জানাযায়, গত ২৪ নভেম্বর রাত অনুমান ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ ও হবিগঞ্জ ক্যাম্প-৩ এর যৌথ অভিযানে গতকাল (৫ ডিসেম্বর) ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জের নবীগঞ্জ থানায় গত ২৫ নভেম্বর একটি মামলা হয়, মামলা নং ১৩/১৯৫, ধারা: ৩০২/৩৪ ও পেনাল কোড ১৮৬০ মূলে) এর মূলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিক এর পুত্র রায়হান উদ্দিন (২২)। ধৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধিন রয়েছে।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

    এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST