ঢাকাThursday , 27 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কঠোর নজরদারি: ১মাসে ৬কোটি ৩১লাখ টাকার অবৈধ পন্য উদ্ধার।

দেশ চ্যানেল
November 27, 2025 1:05 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ের কার্যক্রম নিয়ে ৩ বিজিবি লোগাং জোন এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। আজ সকাল ১০টায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ৩ বিজিবি লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম, পিপিএম।

ব্রিফিংয়ে তিনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফল অভিযানে অবৈধ পণ্য, মাদকদ্রব্য ও নিষিদ্ধ সামগ্রী জব্দ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে জানিয়ে জোন অধিনায়ক বলেন, চট্টগ্রামের মীরসরাইয়ের আমতলী থেকে রাঙামাটির জুরাছড়ির কচুতলী পর্যন্ত বিস্তৃত প্রায় ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকা চট্টগ্রাম রিজিয়নের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো রিজিয়নে ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা বজায় রাখা ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, চলতি মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ অভিযানে ৪ জন আসামিসহ মোট ৬,৩১,৮২,৫৭৫(ছয় কোটি একত্রিশ লাখ বিরাশি হাজার পাচশত পচাত্তর) টাকার মালামাল আটক করেছে। যার মধ্যে মাদক, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানী পণ্য অন্তর্ভুক্ত। চলতি মাসে রিজিয়ন এলাকা থেকে ৪৭৭ বোতল বিদেশি মদ, ৪২৯ পিস ইয়াবা, ৩৮৮.৩১ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার, বাংলা মদ তৈরির ৫২০ পিস ট্যাবলেট আটক করেছে বিজিবি। ‎দেশি খামারিকে বাঁচানো ও সরকারি রাজস্ব রক্ষায় বিজিবি ৫০১টি গরু ও ৩৬টি ছাগল আটক করে। এছাড়াও ১৯,৩১,২৯৩ ঘনফুট মূল্যবান কাঠ, ৩২১০ প্যাকেট বিদেশী সিগারেট, ১১,৫১,২০০ পিস সিগারেট ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ি, ১,৭৮৫ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, নানা ধরনের কসমেটিক্স, ৪,৫০০ ভারতীয় রুপি আটক করা হয়।

তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত পার্বত্য চট্র্রগ্রামে ১১০ জন বিজিবি সদস্য শহীদ হয়েছেন। সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। ‎বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র এবং সম্প্রীতি বিনষ্টকারী অপতৎপরতা দমনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিজিবি অতীতে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার করেছে। ‎খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় বিজিবি অত্যন্ত পেশাদারিত্ব ও সংযম প্রদর্শন করেছে। খাগড়াছড়ি সদর, গুইমারা ও রামগড়ে বিজিবি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখে। ‎গত ৫ অক্টোবর গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০–১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ‎বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় মাত্র এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ‎বিজিবি শুধু নিরাপত্তাই নয়, সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। চলতি মাসে ১০০৬ জনকে আর্থিক অনুদান, ১৯ জনের ঘর নির্মাণে ঢেউটিন প্রদান, ৪৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, পুলিশ ক্যাম্পে টয়লেট নির্মাণে সহায়তা, ১৮ জনকে সেলাই প্রশিক্ষণ, ৫৯০ জনকে শীতবস্ত্র বিতরণ, ২টি মেডিক্যাল ক্যাম্পে ৭৪৪ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান, ২১ জনকে কৃষি উপকরণ, ২৩০২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এই মানবিক কর্মকাণ্ড সীমান্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আস্থা তৈরিতে বড় ভূমিকা রাখছে বলে লোগাং জোন অধিনায়ক জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST