-আবুজর গিফারী
পাবনা জেলার সুজানগর উপজেলায় দুলাই ইউনিয়নে ১৪ মার্চ, বৃহস্পতিবার “বামুন্দী উচ্চ বিদ্যালয়” এ ব্রেড এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প আওতায় “নারীর সমঅধিকার, সমসুযোগ
এগিয়ে নিতে হোক বিনিয়োগ” শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস,২০২৪ উদযাপিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান প্রধান শিক্ষক, বামুন্দী উচ্চ বিদ্যালয়।
তিনি বলেন- পরিবার ও সমাজ গঠনে মেয়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন, তাই মেয়েদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি আরো বলেন মানুষের মৌলিক অধিকার পাঁচটি এর পাশাপাশি মেয়েদের নিরাপত্তার অধিকারও অনেক গুরুত্বপূর্ণ।
কারণ মেয়েদের নিরাপত্তার অধিকার ছাড়া কখনো একটা সুশৃংখল সমাজ গঠিত হতে পারে না। তার বক্তব্যর মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, ব্রেড। তিনি বলেন মেয়েদের প্রতি লিংগ বৈষম্য, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বৈষম্য দূর করা ছাড়া একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি মেয়েদেরকে যোগ্যতা অর্জন করে তাদের অধিকার আদায়ে নিজ থেকেই উদ্যোগী হতে উদ্বুদ্ধ করেন। তিনি বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি বিভিন্ন নীতিমালা নিয়েও আলোচনা করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার জনাব বাইজিদ বোস্তামী।
আলোচনা সভার শেষে শিক্ষার্থী দের নিয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। উত্তর র্যালিতে অংশগ্রহণকারীরা শত স্পূর্তভাবে অংশগ্রহণ করে। এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে র্যালিকে প্রাণবন্ত করে তোলে। এ সময় তারা হস্তলিখিত বিভিন্ন প্ল্যাকার্ড ও নারী অধিকার বান্ধব বিভিন্ন স্টিকার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার মোছা: তাহেরা খাতুন, মোছা: সাহিদা খাতুন ও মোছা: শারমিন খাতুন।