হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।স্থানীয় ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৪ ই এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানায় মারামারি মামলার এজাহারনামীয় আসামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের হান্নান মিয়া (৫৫), তার ছেলে কাদির মিয়া (২৫), আলী আহমদ (২২), একই গ্রামের মৃত রজাক উল্লাহর ছেলে খলিল মিয়া (৫০), তার ছেলে নুরুল মিয়া (২৩) ও বদরুল মিয়া (২১) এবং মাসুক মিয়ার ছেলে মারুফ আহমদ (২৪) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ৫ জনকে ১৫ ই এপ্রিল ও ২ জনকে ১৬ ই এপ্রিল সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন আদালতের বিজ্ঞ বিচারক।