হাফিজ সেলিম আহমদ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রামিম নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিম (৪)উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশে বসা ছিলেন। দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                