হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক হিন্দু যুবক পবিত্র কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে পোস্ট করেছেন এমন অভিযোগে বিক্ষোভ ও মিছিল করেছেন স্থানীয়রা কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত যুবক মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসকল ঘটনা ঘটে। রাত আড়াইটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা সদর ও মংলারগাঁওয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকের কোন পোস্টের একটি কমেন্টে পবিত্র কোরআন শরীফের উপর পা রেখে অবমাননার একটি ছবি আকাশ দাস শেয়ার করা হয়, যার স্ক্রিনশট এবং সেই যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সন্ধ্যার পর থেকে দোয়ারাবাজার স্কুল মাঠে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ এবং এক সময় বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরের দোয়ারাবাজার পয়েন্টে অবস্থান নেন।এ সময় বিক্ষুব্ধ জনতার একাংশ উপজেলা সদরে মন্দির ভাংচুর করার চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি সামাল দিয়ে উপজেলা সদরে সেনাবাহিনী আসার পর যুবককে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসা হয় এবং স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সহায়তা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালানো হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।