ঢাকাWednesday , 22 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন 

দেশ চ্যানেল
November 22, 2023 2:17 pm
Link Copied!

হাফিজ সেলিম আহমদ,স্টাফ রিপোর্টার:

সুনামাগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাংলাবাজার হাসপাতাল মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, দেশ স্বাধীনের আগে থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে মাঠ দখল হওয়ায় এখন খেলাধুলা করা যাচ্ছে না। মাঠের চতুর্দিকে গাছপালা লাগিয়ে এবং স্থাপনা তৈরি করে যে যার মতো মাঠ দখলে নিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। অবিলম্বে মাঠ দখল মুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি জানাই।
বাংলাবাজার ইজারাদার আবুল হাশিম বলেন, ‘বাংলাবাজার ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি এখন দখল হয়ে যাচ্ছে। চতুর্দিকে গাছপালা লাগিয়ে দখল করার চেষ্টা করা হচ্ছে। খেলাধুলার সুবিধার্থে গাছের ঢাল কাটতে গেলে দখলদারেরা ছেলেদের মারধর করার ঘটনাও ঘটিয়েছে। অবিলম্বে মাঠ দখল মুক্ত করার দাবি জানাই।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, ‘বাংলাবাজার খেলার মাঠটি দখল হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। সার্ভেয়ার কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর দখল মুক্ত করতে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুবায়ের আহমদ, কামাল হোসেন, শামীম আহমদ, সোহেল মিয়া, মারুফ হোসেন, আব্দুছ ছোবহান, ফরিদ আহমদ, জামিন আহমদ, জাহিদ হাসান, তানভীর আহমদ, নিখাত , শরীফ আহমদ, মাছুম আহমদ, একরাম হোসেনকে, ইমরুল ইসলাম, হৃদয়, সজিব আহমদ, নাঈম আহমদ, মোজাম্মিল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST