হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৯৫ আর এম কপার ও ২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধার করা হয়।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার সাদকপুর গ্রামের মৃত আসলাম আলীর পুত্র মোঃ আক্কাছ আলী (২২) ও দোয়ারাবাজার থানার আইমা পিরিজপুর গ্রামের -মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ সুমন মিয়া (৩৩)। পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এবিষয়ে সোমবার দুপুরে থানা পুলিশকে অবহিত করেন বিক্রয় ও বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ।
খবর পেয়ে এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় চোর সন্দেহে ২জনকে আটক করেন।এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি তারা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ৯৫ আর এম কপার ও ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬হাজার টাকা। এঘটনায় সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান সত্যতা নিশ্চিত করেন।