হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ০৩ নং চামারদানী ইউপির সাড়ারকোনা সাকিনে জুয়া খেলারত অবস্থায় ০৫(পাঁচ) জন জুয়ারীকে আটক করে এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ। উক্ত বিষয়ে মধ্যনগর থানার মামলা নং-০৪, তাং-২১/০২/২০২৪ইং, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করিয়া ধৃত আসামী ১. মোঃ মরম আলী (৪৩), পিতা-মৃত আব্দুল মন্নাফ, ২. নজরুল হক (৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী, ৩. সবুজ মিয়া (৩৯), পিতা-আব্দুন নুর, সর্ব সাং-সাড়ারকোনা, ০৩নং চামরদানী ইউপি, ৪. মোঃ রনি তালুকদার (৪০), পিতা-আব্দুর রব তালুকদার, ৫. আলমগীর হোসেন (৩২), পিতা-মোঃ আব্দুল কাদির, উভয় সাং-ফারুকনগর, ০৪নং মধ্যনগর ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদের আদালতে সোর্পদ করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পড়ে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ৫ জন জুয়ারীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।