ঢাকাThursday , 21 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    September 21, 2023 11:48 am
    Link Copied!

    এম.আর সজিব সুনামগঞ্জ থেকে :

    সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ার পর প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট’র সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন’র পরিচালনায় নতুন কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৭৫ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে ৩৯ জন নেতাকে সম্পাদকীয় পদ ও ৩৬ জনকে সদস্য পদে অন্তর্ভুক্তি করা হয়েছে। এছাড়াও আওয়ামীলীগের ১১ জন প্রবীণ নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ১১ জনের মধ্যে রয়েছেন, সংসদ সদস্য মুহিবুর রহামন মানিক, এডভোকেট মতিউর রহমান পীর, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, রেজাউল করিম শামীম, এডভোকেট আব্দুল করিম, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, এডভোকেট দিলীপ কুমার দাস, এডভোকেট চাঁন মিয়া, আজহারুল ইসলাম শিপার। সিনিয়র প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ চৌধুরী, হায়দার চৌধুরী লিটন, এডভোকেট নজরুল ইসলাম শেফু, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আজাদুল ইসলাম রতন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট কল্লোল তালুকদার চপল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট স্বপন রায় সপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট আমিনুর রশীদ রনক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মাসুম আহমদ, শ্রম সম্পাদক ফজলুল হক, সংস্কৃতি সম্পাদক আফতাব মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন এম. কম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক ও কোষাধ্যক্ষ পদে মুজিবুর রহমান তালুকাদরকে করা হয়েছে। সদস্য পদে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এমপি, ড. জয়াসেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, এডভোকেট নান্টু রায়, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, এডভোকেট খায়রুল কবির রোমেন, জুনেদ আহমদ, খায়রুল হুদা চপল, এডভোকেট রনজিত সরকার, সৈয়দ ফারুক আহমদ, মো. সেলিম আহমদ, আজমল হোসেন সজল, আল আমীন চৌধুরী, এমদাদ রেজা চৌধুরী, সৈকতুল ইসলাম সৈকত, অনুপম রায়, ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, অমল কান্তি কর, আজাদ হোসেন, সজিব রঞ্জন দাস, এডভোকেট আব্দুল ওদুদ প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST