মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাব জোন কতৃক হেডম্যান, কার্বারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় পানছড়ি সাব জোন কর্তৃক লোগাং ও চেঙ্গী ইউনিয়ন এলাকার হেডম্যান, কারবারী, এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, খাগড়াছড়ি জোন। এ সময় ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন, উপস্থিত ছিলেন।
হেডম্যান কারবারী সম্মেলনে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

