ঢাকাSunday , 29 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সেনাবাহিনীর জালে বিএনপির চিহ্নিত চাঁদাবাজ আটক।

দেশ চ্যানেল
September 29, 2024 10:04 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের চিহ্নিত চাঁদাবাজ আতাউর রহমান(৪৬)কে সেনাবাহিনী আটক করেছে।রবিবার ভোর রাতে উপজেলার হাবিবপুর এলাকা হতে তাকে আটক করা হয়।আটককৃত আতাউর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক।বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর চাঁদাবাজ আতাউর রহমান মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটের প্রায় ৩০টির অধিক দোকানে চাঁদা না দেওয়ার কারণে তালা লাগিয়ে বন্ধ করে দেয়।পরবর্তীতে প্রত্যেক দোকানির কাছ থেকে এককালীন মোটা অংকের চাঁদার টাকা ও মাসিক চাঁদার বিনিময়ে তাদের দোকান খুলে দেয়।এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান ও সবজির দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা করে প্রতিদিন প্রায় ২ লাখ টাকার উপরে জোড়পূর্বক ভাবে চাঁদা আদায় করে।এছাড়া নাফ ও বোরাক পরিবহন এবং ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়-আতাউর ও মোতালেব কমিশনারসহ বিএনপির একাধিক নেতা মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোন ও বিভিন্ন কারখানায় গিয়ে মালিকদেরকে ওয়েষ্টটেজসহ বিভিন্ন মালামাল তাদেরকে দিতে নির্দেশ দেয়।স্থানীয়রা জানায়-বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আহত ও নিহতদের ঘটনায় মামলা দায়েরের পূর্বে সোনারগাঁয়ের অনেক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে মোটা অংকের অর্থ বাণিজ্য করেছে আতাউর ও তার লোকজন।অন্যদিকে আতাউরের ভাতিজা হৃদয়(৩২) ও অনিক (২৪) স্থানীয় এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত। বিএনপি নেতা আতাউর ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর স্ত্রী বিউটির ছত্র ছায়ায় একটি সিন্ডিকেট করে হৃদয় ও অনিক দীর্ঘ দিন যাবত ইয়াবা,গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন রকমের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ বারী বলেন,সেনাবাহিনীর সদস্যরা আটককৃত আতাউর রহমানকে থানায় সোপর্দ করেছেন,তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST