ঢাকাSaturday , 21 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সেন্টমার্টিনে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা।

    দেশ চ্যানেল
    September 21, 2024 3:11 am
    Link Copied!

    বান্দরবান প্রতিনিধি

    দুর্নীতি, স্বজনপ্রীতি, নানা অনিয়মসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট এলাকায় প্রধান সড়কে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ ইকবাল, আজিজুল হক, দেলোয়ার হোসেন সাঈদী, জামিল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সেন্টমার্টিনের শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন মুজিব চেয়ারম্যান। এমনকি আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের পরিবারের সদস্যদের নানা ধরনের হয়রানি ও নির্যাতন করেছেন। দ্বীপবাসী চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে অংশ নিতে আসা মোহাম্মদ শামসুল আলম বলেন, ইউপি চেয়ারম্যান মুজিব দ্বীপকে তাঁর রাজত্ব বানিয়ে তুলেছেন। তাঁর ইশারা ছাড়া কেউ কিছু করতে পারত না। ইউনিয়ন পরিষদ থেকে দ্বীপের সাধারণ মানুষ কোনো সেবা পাননি। দেশের লুটপাটের সরকারের পতন হয়েছে। দ্বীপে মুজিব চেয়ারম্যানের পতন চান সেন্টমার্টিনবাসী।’দ্বীপের বাসিন্দা আজিজুল হক বলেন, নারী কেলেঙ্কারি, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ অভিযোগের শেষ নেই চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে। দ্বীপকে দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তিনি।

    এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST