বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
সেবা উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার,
এবারের স্থানীয় সরকার দিবস উপলক্ষে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে স্থানীয় সরকার দিবস আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় খুলনা শিববাড়ি চত্বরে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি তিন দিনের কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন ও ওয়াসার যৌথ উদ্যোগে।
উদ্বোধন শেষে শিববাড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।
তাছাড়া দিবসটি উপলক্ষে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কেসিসি ও ওয়াসার নিজ নিজ কার্যক্রমের ওপর স্টল খোলা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ কে এমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পি ইঞ্জ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ও পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব লস্কর তাজুল ইসলাম স্বাগত বক্তৃতায় তিনি বলেন জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে।
সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলা মুক্ত স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা চিকিৎসা সামাজিক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেবে।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।