মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে,বিশাল বহরসহ মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ(শোকজ)করেছে নির্বাচন কমিশন (ইসি)।একইসঙ্গে আগামী ৪ঠা ডিসেম্বর(সোমবার)নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত হয়ে তাকে নিজে অথবা তার একজন প্রতিনিধির মাধ্যমে এর কারণ দর্শানোর জন্যে বলা হয়েছে।শনিবার (২রা ডিসেম্বর)নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সোনারগাঁ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম এই নোটিশ প্রদান করেন।নোটিশে বলা হয়-লিয়াকত হোসেন খোকা গত ৩০শে নভেম্বর(বৃহস্পতিবার)সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে যান।এসময় তিনি অনেক লোকজনের সমন্বয়ে একটি মিছিল নিয়ে যান যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৮ (খ) ও ১২ এর আচরণবিধির লঙ্ঘন।তার এমন আচরণ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির দৃষ্টি গোচর হয়েছে।নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আগামী ৪ঠা ডিসেম্বর(সোমবার)সকাল ১১ টায় সোনারগাঁ আদালতের সিনিয়র সহকারি জজ কক্ষ নং-৩০৫(৩ য় তলা)নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত কারণ দর্শানোর জন্যে নির্দেশ দেওয়া হলো।উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেন-এমন একটা নোটিশ আমি হাতে পেয়েছি।নির্দেশনা অনুযায়ী যথাসময়ে আমি আদালতে গিয়ে এর কারণ ব্যাখ্যা করবো বলে জানান তিনি।