মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।তিনি তার বক্তব্যে বলেন-আমি নারায়ণগঞ্জের সব থেকে সংকটময় সময়ে জেলা বিএনপির সভাপতির পদে থেকে দায়িত্ব পালন করেছি এবং নারায়ণগঞ্জকে একত্রে রেখেছি।আমাদের দলের সকল নেতাকর্মীদের সাথে বিনিময় করে দলের সংকটময় সময়ে আমি নেতৃত্ব দিয়েছি।তাই আমাকে সকলেই পছন্দ করে।আমার দল যদি নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকার মধ্যে যেকোনো একটিতে আমাকে ব্যবহার করে তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত।যদি একটাতেও আমাকে না দেওয়া হয় তাহলেও কোন সমস্যা নেই,আমি দলের হয়ে কাজ করবো।তাই আমাকে নিয়ে কোন জায়গায় তর্ক বিতর্ক করার দরকার নেই।তিনি আরো বলেন-সারা বাংলাদেশ বিএনপির জন্য কর্মক্ষেত্রে।তিনি যেখানে চান সেখানে গিয়ে বিএনপির জন্য কাজ করতে পারবেন।কিছু হীনমন্য ব্যক্তি আছেন,তারা একটি নির্দিষ্ট থানা বা এলাকাকে নিজের মনে করেন।সেখানে অন্য কোন নেতাকে আসতে দেন না।এত ক্ষুদ্র মনের মানুষদের দিয়ে তারা চায় জাতীয় সংসদে বসাতে,সংসদে বসতে হলে বড় মাপের মন লাগবে।নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ একসময় সোনারগাঁয়ের সাথে এক হয়ে গিয়েছিলো।তাই আমাকে নিয়ে সোনারগাঁবাসি নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো।সারা উপজেলাতে আমাকে নিয়ে পরিভ্রমণ ও গণসংযোগ করলো।এর মধ্যে থেকে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।আমি কর্মীদের সম্মান ও মূল্যায়ন করি,তাই সেই সোনারগাঁয়ের মানুষ আজও আমাকে ভালবাসে।আমি হজ্ব করতে যাওয়ার পর জানতে পারলাম-সোনারগাঁয়ের বিএনপি’র কর্মীরা বিভিন্ন জাগায় ব্যানার,ফেস্টুন টানিয়েছে।নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনে প্রার্থী হিসেবে মুহাম্মদ গিয়াস উদ্দিন কে দেখতে চাই।আমি তাদের এই সম্মানও ভালোবাসাকে অনেক মূল্যায়ন করি।তিনি আরো বলেন-আমি জানতে পেরেছি সোনারগাঁয়ে আমাকে নিয়ে কিছু কথা হচ্ছে,আমার কিছু কর্মী আমাকে বলেছে।আমি তাদের বলেছি-আমাকে নিয়ে যে যত রকমের উস্কানিমূলক কথা বলুক তাদের কথায় আপনারা কোন উত্তর দিবেন না।