ঢাকাThursday , 24 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ের মারীখালি নদীতে হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
July 24, 2025 2:33 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাত-পাঁ বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মারীখালি নদের প্রবাহে পার্শ্ববর্তী ব্রিজের নীচ দিয়ে ভাসতে ভাসতে কাবিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাঁটে গিয়ে আটকে গেলে,স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থল হতে বৈদ্যেরবাজার নৌ পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুর ৩ টার দিকে কাবিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলঘাটের নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে,পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।প্রাথমিকভাবে পুলিশের ধারনা কে বা কারা অন্যএে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে যায়।এদিকে এলাকাবাসী বলছে নদীতে জোয়ারের স্রোতে লাশটি এখানে দুপুরে এসে ভেসে উঠে।প্রত্যক্ষদর্শীরা আরো জানান-হাত-পা বাঁধা মৃত নারীর বয়স আনুমানিক১৫/১৬ হবে।হাতে মেহেদীর রং রয়েছে এবং শরীরের কিছু অংশ জলসানো।ঘটনার ব্যাপারে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রহমান জানান,উপজেলার কাবিলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘাট হতে হাত পা বাঁধা অবস্থায় একটি নারীর লাশ উদ্ধার করে আমাদের নৌ পুলিশ।মৃত নারীর বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে।তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST