মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১১ জন প্রার্থী।মনোনয়নের প্রথম দিনে(১৮ ই নভেম্বর)সকাল থেকে বিকেল পর্যন্ত,রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের প্রধান কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন-সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও প্রয়াত নেতা মোবারক হোসেনের সন্তান এবং তরুণদের আইডল হিসেবে পরিচিত মোঃ এরফান হোসেন দীপ,আওয়ামী লীগের এান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু,কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার সহোদর সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।দ্বিতীয় দিনে(১৯শে নভেম্বর)মনোনয়ন ফরম সংগ্রহ করেন-সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এইচ এম মাসুদ দুলাল,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,ডাঃআবু জাফর চৌধুরী বীরু,নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী।দলীয় সূত্র মতে জানা যায়-দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোট করায় দলীয় স্বার্থে সোনারগাঁয়ের আসনটিকে ছেড়ে দিতে হয়।প্রায় ১০টি বছর সোনারগাঁওয়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াই-উৎরায় পার করেছেন সময়গুলো।তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে পূর্বে থেকে এক হয়ে আটঘাট বেঁধে নেমেছেন সোনারগাঁয়ের সকল নেতাকর্মীরা।তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী এমপি লিয়াকত হোসেন খোকাকে ছাড় দিতে নারাজ সোনারগাঁও আওয়ামী লীগের নেতাকর্মীরা।সোনারগাঁ আওয়ামী লীগের দাবি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দিবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে-সারাদেশে ৩০০ আসনে নৌকার প্রার্থী দিবে বাংলাদেশ আওয়ামী লীগ।এরই ধারাবাহিকতায় প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমস্ত ডাটা নিয়ে রেখেছে দলটির হাই কমান্ড।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                