মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার পৌরসভা এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় এমপি প্রার্থী নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)গোলাম মসীহ-সাবেক রাষ্ট্রদূত সৌদি আরব তাঁর রাজনৈতিক লক্ষ্য,নির্বাচনী ভাবনা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন,সোনারগাঁকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন তাঁর অগ্রাধিকার বলে জানান তিনি।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি প্রার্থী অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাংবাদিকদের সহযোগিতায় জনগণের কাছে তাঁর বার্তা সঠিকভাবে পৌঁছাবে।মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও ছবি তোলা এবং নিজ দলের প্রতীক হাতপাখা মার্কায় জনগনের কাছে ভোট চাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

