মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসন হতে নৌকার মনোনয়ন হতে ছিটকেপড়া এ এইচ এম মাসুদ দুলাল স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন আসনটিতে।বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল ইতিমধ্যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সোনারগাঁয়ের গণমানুষের মনে জায়গা করে নিয়েছে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের ভোটারেরা হেভিওয়েট প্রার্থী হিসেবে মাসুদ দুলালকে ভাবছেন।উল্লেখ্য-গত(৪ঠা ডিসেম্বর)সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ এইচ এম মাসুদ দুলালের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা হয়।বৈধ ঘোষণার পরক্ষণে তার কর্মী সমর্থকদের মাঝে আনন্দ-উৎসব আমেজের সৃষ্টি হয়।মনোনয়নের বিষয়ে-এ এইচ এম মাসুদ দুলাল জানানঃআমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম।আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাছাই করে আমাদের মধ্যে সাবেক এমপি আব্দুল্লাহ কায়সার হাসনাতকে নৌকার মনোনয়ন দিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-নির্বাচনকে উৎসবমুখর করতে দলীয় প্রার্থীর সাথে দলীয় নেতাকর্মীরা যেনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেন।তাই আমি আমার নেত্রীর নির্দেশ অনুযায়ী একটি সুন্দর,সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচনে অংশ করার প্রয়োজন মনে করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসন হতে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করি।আমার মনোনয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে বৈধ বলে ঘোষনা করা হয়েছে।আমি আশা করি আমাদের অংশ গ্রহনের মধ্যে সোনারগাঁয়ে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।আর সোনারগাঁয়ের কোন মানুষ চাচ্ছে নতুনত্ব।তাই ইনশাআল্লাহ,আমি আশাবাদী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করবো।জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে অন্যান্যদের মধ্যে আরো যারা বৈধ হয়েছেন তারা হলেন-আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা,বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মোঃমজিবুর রহমান মানিক,বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোঃআসলাম,বিএনএম মনোনীত প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খাঁন,বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী নারায়ণ দাস,মুক্তিজোটের মনোনীত প্রার্থী মোঃআরিফ এরফান হোসেন দীপ(স্বতন্ত্র প্রার্থী),মারুফুল ইসলাম ঝলক(স্বতন্ত্র প্রার্থী),রুবিয়া সুলতানা(স্বতন্ত্র প্রার্থী)।৬ ই ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার।১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ঐ দিন হতে প্রচার-প্রচারণা শুরু হয়ে চলবে ৫ ই জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত।৭ ই জানুয়ারি নির্বাচন(যদি সকল কিছু ঠিক থাকে)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।