ঢাকাSaturday , 26 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
July 26, 2025 10:22 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীলতার বিকাশ এবং তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে সোনারগাঁও ফেসবুক কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা কমপ্লেক্সের সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামের ৬ষ্ঠ তলায়।এতে অংশ নেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের কনটেন্ট নির্মাতারা,যারা ফেসবুক, ইউটিউব ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত সৃজনশীল কাজ করছেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ,যিনি তরুণদের উদ্ভাবনী চর্চা ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে উৎসাহ দিতে তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করেন।এই মিলনমেলার অন্যতম আয়োজক ছিলেন মোঃ আজিম,আঃ সালাম নেতা ও মোঃসৈয়দ নুরুজ্জামান,তারা বলেন-সোনারগাঁওয়ে প্রথমবারের মতো এমন একটি কনটেন্ট ক্রিয়েটরদের সম্মিলন অনুষ্ঠান করতে পেরে আমরা গর্বিত।ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে কনটেন্ট নির্মাণ বিষয়ে খোলামেলা আলোচনা,সফল ক্রিয়েটরদের অভিজ্ঞতা বিনিময়,ফটোসেশন এবং একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার এক দুর্দান্ত সুযোগ তৈরি হয়।অংশগ্রহণকারীরা বলেন-এই আয়োজন থেকে অনুপ্রেরণা ও নতুন আইডিয়া পাওয়া গেছে।পাশাপাশি অন্যদের সঙ্গে যুক্ত হতে পারাটা ছিল দারুণ একটা অভিজ্ঞতা।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।সোনারগাঁও ফেসবুক কমিউনিটি ভবিষ্যতে নিয়মিতভাবে এমন গঠনমূলক অনুষ্ঠান আয়োজন করবে বলে জানান আয়োজকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST