ঢাকাSaturday , 6 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা : জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান।

দেশ চ্যানেল
September 6, 2025 1:07 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের-২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২৪ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলার পানাম নগরের রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি শারমিন এস মুরশিদ বলেন- ভালো ফলাফল করেছো,জীবনের প্রথম ধাপের পরীক্ষায় তোমরা সফল হয়েছো।এটা তোমাদের চূড়ান্ত সফলতা নয়।চূড়ান্ত সফলতা সেদিনই আসবে,যেদিন তোমরা এই সাফল্যের ধারাবাহিকতা সামনে অক্ষুণ্ন রেখে পরিপূর্ণ মানুষ হতে পারবে।সফলতা মানেই সার্থকতা নয়।সফলতা গুরুত্বপূর্ণ কিন্তু সার্থকতা তার চেয়ে আরও বেশি প্রয়োজন। তোমাদের নিজের একার সফলতার চিন্তাকে বাদ দিয়ে যখন অনেককে নিয়ে সফল হতে পারবে,তখনই আসে সার্থকতা।এই জন্য শুধু বই পড়লে হবে না,মানুষের সঙ্গেও যুক্ত থাকতে হবে।মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হতে পারো,সেই চেষ্টা করতে হবে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন-একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা।মানসম্মত শিক্ষা ছাড়া কখনো উন্নয়ন সম্ভব নয়।প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান,কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল খাঁন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST