ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে র‌্যাবের দুঃসাহসিক অভিযান, ডাকাত-ছিনতাই চক্রের ৬ সদস্য আটক।

দেশ চ্যানেল
August 12, 2025 9:45 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে অভিযান চালিয়ে ৬ জন অভিযুক্তকে আটক করেছে র‍্যাব-১১।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।একই অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করার সময় চালক ও হেলপার পালিয়ে যায়।র‍্যাব-১১ এর গোয়েন্দা টিম দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা পর্যবেক্ষণ করে আসছিলো।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে র‍্যাবের একটি চৌকস দল নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচকানির কান্দি/পাঁচানি (খাঁসের গাঁও)এলাকায় দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সাবেক ইউপি সদস্য মনিরের বাড়ি হতে ইউপি সদস্য সহ ৬ জন অভিযুক্তকে সোমবার সকাল ৮ঃ৩০ মিনিটের দিকে আটক করে।আটককৃতরা হলো-মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু(২৮),সাইফুল ইসলাম ওরফে সাকিব(২৫),মোঃমানিক(৩১),সাদ্দাম (৩২),সহিদ (৩৭)এবং মনির হোসেন(৫৭)। এদের সবার বাড়ি সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজিতে অবস্থিত র‌্যাব-১১ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানায়-প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে যে,তারা মেঘনা টোল প্লাজার অভিমুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজট তৈরি করে ডাকাতি ও ছিনতাই করতো।কখনো কখনো তারা নিজেরাই বাঁশ বা গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দিতো।এরপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে চালক ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন,স্বর্ণালংকার,নগদঅর্থ সহ আরো বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিতো।এমনকি তারা থামানো গাড়ির কাঁচ ভেঙেও আক্রমণ করতো।র‍্যাব আরো জানায়-আটকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এর মধ্যে সাদ্দামের বিরুদ্ধে হত্যা,ডাকাতি,মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে।এছাড়া মফিজুল ইসলাম ওরফে জামিল বাবুর বিরুদ্ধে ৪টি,সাইফুল ইসলাম ওরফে সাকিবের বিরুদ্ধে ৪টি,মানিকের বিরুদ্ধে ৩টি, সহিদের বিরুদ্ধে ১টি এবং মনিরের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।অভিযান চলাকালে আটকৃতদের কাছ থেকে ৫টি চাপাতি,২টি চাইনিজ কুড়াল,৫টি ছুরি,১টি সুইচ গিয়ার এবং ১টি হাসুয়া(বড় দা)উদ্ধার করা হয়। একই দিনে র‍্যাব-১১ এর আরেকটি পৃথক অভিযানে উপজেলার মেঘনা-বটতলা রোড দুধঘাটা এলাকার ইসলামের মুদি দোকানের সন্নিকট থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ-গডফাদারের ছত্রছায়ায় মনির মেম্বারের বাড়িতে ডাকাত দলের সদস্য সাদ্দাম ও মফিজুল সহ আরো অনেককে লালনপালন করতো।গডফাদারের নির্দেশে মনির মেম্বার ও সহযোগী ডাকাতরা এলাকায় মাদক ব্যবসা,নৌ ডাকাতি,জুয়া,মঙ্গলেরগাঁও বটতলা বাজারের রাস্তায় প্রায়ই ডাকাতি,এলাকার মানুষকে জিম্মি,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে এই ডাকাতদল।নাম গোপন রাখার শর্তে স্থানীয় কিছু বাসিন্দারা বলেন দুধঘাটা এলাকায় ইসলামের মুদি দোকানের পাশে যেই মিনি ট্রাকটি মাদকসহ জব্দ করা হয়েছে ঐ ট্রাকের মাদক,মুদি দোকানের মালিক ইসলাম গডফাদার এর কাছে পৌঁছাতো।স্থানীয় বাসিন্দারা আরো বলেন গডফাদার ও ডাকাত দলের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে ভয় পায়।তাই স্থানীয় এলাকাবাসী সরকারের নিকট দাবি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গডফাদার সহ ডাকাত দলের সকল সদস্যকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ হতে জানানো হয়।এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST