মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সঙ্গে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষ অর্কিড এ সভার আয়োজন করা হয়।সভায় নবনিযুক্ত ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সোনারগাঁও একটি ঐতিহাসিক জনপদ। এই উপজেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।এ সময় তিনি মাদক, বাল্যবিবাহ, অনিয়ম-দুর্নীতি, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।সবশেষে নবনিযুক্ত ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের দেওয়া গঠনমূলক পরামর্শ গ্রহণের আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার কথা জানান।

