মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-দারোগোল্লা এলাকার নুর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া (২০)।নিহত সাব্বির হোসেন একজন গার্মেন্টস কর্মী ও সিনথিয়া একজন গৃহিণী।স্থানীয় সূএে জানাযায়-উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল।ধারণা করা হচ্ছে-সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন।তাদের সংসারে সাফরান হাসান নুর নামের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।স্থানীয়দের অনেকের মুখের ভাষায় বলতে শোনা গেছে-অবুঝ শিশুটি তার বাবা মাকে হারিয়ে এখন এতিম।খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত)রাশেদুল হাসান খান জানান,প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসল রহস্য উন্মোচন হবে।