ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সোহাগ হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।

দেশ চ্যানেল
July 12, 2025 2:50 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

গত বুধবার(১০ জুলাই)পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯)কে নৃশংসভাবে হত্যা করা হয়।এই ঘটনায় জাতীয়বাদী দল বিএনপির যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজন নেতা-কর্মীকে নিজ নিজ সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসছে নারায়ণগঞ্জের রাজপথ।ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কারের পরও থামছে না জনগণের মনের ক্ষোভ।শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্পষ্ট বার্তা-এই বাংলায় নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দিবো না।বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা একযোগে আওয়াজ তোলেন।বিক্ষোভে সমাবেশে তাদের দাবি-গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে একটি ফ্যাসিস্ট সরকার উৎখাত করা হয়েছে।ঠিক আবার প্রায় এক বছর পর নতুন করে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরাচারী শাসন মেনে নেওয়া হবে না।তাদের এই কঠোর বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা শুধু রাজধানী ঢাকা মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচারই নয়।গত জুলাই মাসের গণআন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার এবং রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের দাবিও জানান তারা।জেলা কমিটির আহ্বায়ক নীরব রায়হান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন-স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের সংগ্রাম করতে হচ্ছে।আমরা দেখতে পাচ্ছি আবারো দেশে একটি গণঅভ্যুত্থান হবে। আওয়ামী লীগের সময়ে দেখেছি বিভিন্ন হত্যাকাণ্ডের দায় অন্য দলগুলোর উপর চাপানো হয়েছে,আর এখন বিএনপিও একই রাস্তায় হেঁটে দায় চাপিয়ে বেঁচে যেতে চাইছে।নীরব রায়হান সরাসরি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।তিনি বলেন-আপনি বিদেশের মাটি লন্ডন বসে এই দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবেন,এগুলো হতে পারে না।যদি আপনার রাজনীতি করতে ইচ্ছে হয়,তাহলে দেশের মাটিতে ফিরে রাজনীতি করেন।অন্যথায় আমরা বলতে চাই-এই দলকে(বিএনপি)বাতিল ঘোষণা করুন।বাংলাদেশে এই দলের প্রয়োজন নেই। মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খান তার বক্তব্যে বিএনপির শুধুমাত্র নির্বাচন দাও’নির্বাচন দাও এর দাবির তীব্র সমালোচনা করেন।তিনি প্রশ্ন তোলেন-শুধু কি একটি নির্বাচনের জন্য জুলাইয়ে প্রায় দুই হাজার মানুষ তাদের বুকের রক্ত দিয়েছে? তিনি আরো বলেন-গত বছর একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার পর,আর কোনো নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা শাসনকে তারা মেনে নেবেন না।সমাবেশে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব জাবেদ আলম,যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ এবং মুখপাত্র সারফারাজ হক সজীব।বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সহ-মুখপাত্র শাহরিয়া আলাইনা সাফা,মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম,জেলা সংগঠক তানজিল ভূঁইয়া শিথিল এবং সোনারগাঁয়ের সন্তান জাহিদুল ইসলাম বাঁধন।বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মোঃতানভির জিসান,মুখপাত্র আবির আহমেদ চৌধুরী,নারী প্রধান মুখপাত্র আদিবা সুলতানা এবং এনসিপির সাদিয়া প্রধান প্রমুখ।সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শহরে একটি মিছিল করেন,যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST