মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা–বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা শিক্ষার মান নষ্ট করছে। মেধাবী শিক্ষার্থীরা প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের মানসিক হতাশা বাড়ছে। অনেক সময় পরিবারের কাছ থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, যা ছোট শিক্ষার্থীদের জন্য কষ্টকর ও অমানবিক। তারা বলেন, লটারির এই কালো আইন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে—একই সঙ্গে শিশুদের স্বপ্ন ও মেধা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তৃতা দেন পঞ্চগড় জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসুল হক দুলাল, জেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ, লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানসাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।

