মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় স্কুল শিক্ষক মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ঘটনায় ডাকাতদের প্রহারে গৃহকর্তার ছেলে সালাউদ্দিন(৩৪)আহত হয়েছেন।শুক্রবার (১৫ মার্চ)দিবাগত রাত আনুমানিক প্রায় ২:৩০মিনিটের দিকে গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় এঘটনা ঘটে।ঘটনার সতত্যা স্বীকার করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)আহসানউল্লাহ বলেন-ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সহ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার বিষয়ে আহত সালাউদ্দিন গণমাধ্যমকে জানায়-শুক্রবার রাত আনুমানিক প্রায় ২:৩০ দিকে একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত তাদের দোতলা ভবনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।ভবনের উভয় তলায় থাকা প্রতিটি কক্ষের বাসিন্দাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুটে নেয়।ঘটনায় বাঁধা দিতে চাইলে আমাকে আহত করে ডাকাত দলের সদস্যরা।পরে আশপাশের লোকজন জেগে উঠতে থাকলে ডাকাতদল পালাতে থাকে।