ঢাকাWednesday , 23 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে গলা কেটে হত্যা,ঘাতক আটক।

দেশ চ্যানেল
April 23, 2025 12:27 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী।বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর(অফিসার ইনচার্জ)এনায়েত হোসেন।নিহত গৃহবধূ সুলেখা আক্তার (৪৫) নারান্দী গ্রামের বাসিন্দা এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়ঃদুই দশক আগে তার বিয়ে হয় একই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সঙ্গে। তাদের সংসারে রয়েছে ৪ টি কন্যাসন্তান।একসময় কাপড়ের ব্যবসায় যুক্ত ছিলেন রব মিয়া,সংসারও চলছিলো স্বাভাবিক নিয়মে।তবে কিছু বছর ধরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন।ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে তুলে নেন এবং ঘরের ভেতরেই সুলেখার গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর-হাতে রক্তমাখা ছুরি নিয়ে ঘরের ভেতর বসে থাকতে দেখা যায় রব মিয়াকে।বেদনার্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ)এনায়েত হোসেন জানান-আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রেখেছি।নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST