ঢাকাSaturday , 5 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর পরকিয়া প্রেমিকের হুমকি,নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
April 5, 2025 7:48 am
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে স্ত্রীর পরকিয়া প্রেমিকের হুমকিতে দিশেহারা স্বামী। জীবনের নিরাপত্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বামী।

শনিবার(৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বামী মো. শাহআলম। তিনি ভূঞাপুর উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৯ বছর পুর্বে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার স্বপন কাজীর মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় তার শ^শুর-শ্বাশুড়ি তথ্য গোপন করে তার পালিত মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবন সুখের না হলেও পরিবারের কথা চিন্তা করিয়া চলতে থাকি। এরমধ্যেই আমাদের সংসারে একটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম নেয়। সন্তানদের কথা ভেবে স্ত্রীর নানা অত্যাচার সহ্য করে সংসার করি।

তিনি বলেন, আমি গোপালগঞ্জে একটি বেসরকারী সংস্থা(এনজিওতে) চাকুরী করার সুবাদে আমার স্ত্রী নানা জনের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে। পারা প্রতিবেশীরা আমাকে পরকিয়ার নানান তথ্য দেয়। তবুও সন্তানদের কথা ভেবে স্ত্রীকে বুজাই এগুলো না করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভালবাবে সংসার করো। পাশাপাশি স্ত্রীকে আমাদের বাড়িতে থাকার জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে। সম্প্রতি আমার স্ত্রী ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আলমগীর হোসেনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরেন। ঈদের দিন আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইলে নানা অশান্তি চেষ্টা করেন। এতে আমার শাশুড়ীও সায় দেন। একপর্যায়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেনের সাথে ভিডিও কলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। শুরু হয় আমার উপর নানা অত্যাচার ও অকথ্যভাষায় গালিগালাজ। এতে ক্ষ্যান্ত হননি,ঘটনাটি পরকিয়া প্রেমিককে বললে তার পরকিয়া প্রেমিক আমাকে নানাভাবে প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়াও তার বাহামভুক্ত উঠতি বয়সের কয়েকজন যুবকদের দিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়রি করি।

তিনি আরও বলেন, এছাড়াও আমার স্ত্রীর পরকিয়া প্রেমিক উপজেলা ছাত্রদলের আহবায়ক হওয়ায় দলীয় প্রভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারোনা চালিয়ে যাচ্ছে। আমি ওই নেতার প্রভাবে রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে পারছিনা। যেকোন সময় তার দ্ধারা আমার জীবনের চরম ক্ষতি সাধিত হতে পারে। তাই আপনারা সমাজের বিবেক আমাপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।

এসময় সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST