ঢাকাMonday , 1 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

স্বজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে প্রান নাশের হুমকি, পাওনা টাকায় নাকি চলছে মাদক ব্যাবসা।

দেশ চ্যানেল
September 1, 2025 2:39 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের এক নারী বিদেশ যাওয়ার নাম করে টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে ইয়াবা ব্যাবসার করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ৩১ আগষ্ট রবিবার ভুক্তভোগী লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের তজিবর শেখের মেয়ে কাকলী বেগম ও একই গ্রামের আলী কদর গোলজারের মেয়ে স্বপ্না খাতুন বাদী হয়ে লোহাগড়া থানায় পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে গত নভেম্বর ২০২৩ তারিখে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের এস কে গোলাম আযমের স্ত্রী নীলুফা ইয়াসমিন আপন খালাতো বোন স্বপ্না বেগম ও আপন বোন কাকলীর নিকট থেকে ব্যাংকের ২ টি ব্ল্যাংক চেক দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেন। একই গ্রামের হোসনেয়ারা বেগম, বনি আমিন ও গোলাম আযম নীলুফাকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করে ছিলেন।

এর পর নীলুফার কাছে টাকা চাইলে সে আজ, কাল করে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে নীলুফা বেগম স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়ে লক্ষীপাশায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। অভিযোগে আরো উল্লেখ আছে নীলুফা ওই ভাড়া বাসায় মাদক ব্যাবসা করতে থাকে এবং প্রতিনিয়ত ওই বাসায় অপরিচিত যুবক ছেলেদের আনাগোনা দেখা যায়। গত ৫/৬ আগে নীলুফার স্বামী গোলাম আযম দেশে আসলে তাকে টাকা দেওয়ার কথা বল্লে নীলুফা অকথ্য ভাষায় গালাগালি করে।

এঘটনায় স্বপ্না ও কাকলির সংগে সাংবাদিকদের কথা তারা বলেন টাকার জন্য নীলুফা বাসায় টাকা চাইতে গেলে নীলুফা ও তার স্বামী আমাদের শারিরিক ভাবে লাঞ্ছিত করে। এবং নীলুফা মাদক ব্যাবসা করে। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই এবং মাদক রানীর বিচারের দাবী জানায়। ৩০ আগষ্ট লোহাগড়া থানায় নীলুফা সহ ৪ জনের নামে অভিযোগ দায়ের করেছি।

এঘটনায় অভিযুক্ত নীলুফা ইয়াসমিনকে তার ব্যবহারিত মোবাইল নং ০১৯৭৫০৯০০৩৮ একাধিকবার ফোন করলে তার ফোন টি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার তারক বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST