নবীগঞ্জ প্রতিনিধি:
স্বজন প্রীতির অভিযোগ উঠেছে নবিগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাগ ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বার তামান্না খানম হ্যাপি*র বিরুদ্ধে, জানা যায় বহুদিন যাবত ৭/৮/৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষ কে সরকারি দেওয়া অনুদান থেকে বঞ্চিত করে আসছেন তামান্না খানম হ্যাপি, ক্ষমতার দাপট দেখিয়ে, ওয়ার্ড বাসীর জন্য কোনো বরাদ্দ আসলে তামান্না খানম হ্যাপি ও তার আত্বীয় স্বজন মিলে মিশে ভোগ করে নেয়, আর এতে করে অনুদানও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ঐ সব এলাকা বাসী, (২০ অক্টোবর) রবিবার নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সরজমিনে পর্যবেক্ষণ করে এসব অনিয়মের অভিযোগ পান এসময়, আব্দুল কায়ুম (৫০) জানান আমাদের এলাকায় অসংখ্য ফ্যামিলি আছে যারা বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তামান্না খানম হ্যাপি যদি গ্রামের মধ্যে বন্টন করে সবাই যেভাবে বিশুদ্ধ পানি পায়, সেই ব্যবস্থা করতো। তাহলে গ্রামের অনেক মানুষ নিরাপদে থাকতো, এদিকে সাব উদ্দিন ও হাবিবুল ইসলাম ও জানান তামান্না যা করছেন তা শুধু তার নিজের জন্য এলাকাবাসী শুধু ভোটার। এক প্রশ্নের জবাবে সানু মিয়া বলেন আমি দেখেছি উনার এক বাড়িতে তিনটি ডিপটিউবওয়েল বসাইয়া দিয়েছেন, এদিকে মহিলা মেম্বার তামান্না খানম হ্যাপি তার ক্ষমতার বলে নিজের বাড়িতে ও গভীর নলকূপ বসিয়েছেন, এবং তা জিজ্ঞেস করলে তামান্না খানম হ্যাপি বলেন এটা উনাকে চেয়ারম্যান সাহেব দিয়েছেন, একদিকে এলাকাবাসীর দাবী এই দুর্নীতিগ্রস্ত ও স্বজন প্রীতি মেম্বারের বিচার চাই পাশাপাশি এই অন্তবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ইউনিয়নের মানুষের ন্যায্য অধিকার যারা ক্ষমতা কাটিয়ে হরন করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে বিচারের ব্যবস্থা করুন।