মোঃ রিপন রেজা নারায়ণগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অধ্যাপক রেজাউল করিম নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা সমস্যা সম্পর্কে স্থানীয়দের কথা শোনেন। তিনি বলেন, জনগণের বাস্তব সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানার মাধ্যমেই কার্যকর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্ভব।প্রচারণার অংশ হিসেবে তিনি পথসভা, উঠান বৈঠক ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ সময় তিনি রাজনীতিতে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।স্থানীয় বাসিন্দারা জানান, একজন শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক রেজাউল করিমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা নিজেদের মতামত ও সমস্যার কথা জানাতে পারছেন। এতে করে নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই।
অধ্যাপক রেজাউল করিম বলেন, “আমি প্রতীক বা দলের চেয়ে মানুষের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।”
গণসংযোগ ও প্রচারণার এই কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম তার ঘোড়া প্রতীকে সকলকে ভোট দেওয়ার অনুরোধ জানান।স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি নেতা জিয়া,ও স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

