নিজস্ব প্রতিবেদক.
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০২৪ উপলক্ষে পবিত্র রমজানে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে পূর্বকাল ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ শে মার্চ) বিকেলে ফাউন্ডেশনটির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পূর্বকাল ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,জাতীয় দৈনিক আজ বেলা ও দেশ চ্যানেল এর প্রতিবেদক মোঃ আশরাফুল ইসলাম জানান, “‘অসহায় নির্যাতিতদের পাশে আমরা ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্বকাল ফাউন্ডেশনের পথচলা। তারই সুবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পূর্বকাল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব বিপ্লব সাহা ও মহাসচিব তুহিন হোসেনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আজকে একশত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। পরবর্তীতেও আমাদের এরকম জনসেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে ।”
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                