(নড়াইল)প্রতিনিধি
নড়াইল-২আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা।
গতকাল সোমবার (২৫ডিসেম্বর) দুপুরে লোহাগড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনী মতবিনিময় শেষে মাশরাফি বলেন,আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন। এবারও শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এবার স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি নৌকা প্রতীকে ভোট চাইলেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, বীরমুক্তি যোদ্ধা মোঃ আব্দুল হামিদ, বীরমুক্তি যোদ্ধা শামছুল আলম কচি, বীরমুক্তি যোদ্ধা মোঃ ইব্রাহিম মোল্যা সহ শতাধিক মুক্তিযোদ্ধা।