দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
হত্যাচেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় ছেলে সাইদুর রহমানকে দুর্গাপুরের মহিপাড়া নিজ বাড়ি থেকে গত রবিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, আংগুরা নামের এক বৃদ্ধ মা থানায় অভিযোগ করেছিলেন তদন্ত সাপেক্ষে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে, সোমবার রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ৮ অক্টোবর মা আংগুরা বেগম (৬০) বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা করে বলে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।অভিযোগ, তার নামে থাকা জমি লিখে নিতে বিভিন্ন সময় নির্যাতন ও বাড়ি থেকে বের করে দিতে চান ছেলে।