মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামী রাকিব বেপারী (২৫) কে যৌথ অভিযানে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকা হতে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব -৮ ও খুলনা র্যাব-৬।
র্যাবের একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী রাকিব বেপারীকে গ্রেফতার করে।আটক রাকিব বেপারী মাদারীপুর সদর থানাধীন চরখাগদি এলাকার মৃত মস্তফা বেপারীর ছেলে।
আজ বিকেলে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী রাকিব বেপারী ও তার সহযোগী অন্যান্য আসামীদের মামলার ভিকটিম ইকবাল বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্যর বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২১/০৯/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৭টার সময় ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে দেশি অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে চরমুগুরিয়া বাজারস্থ সেলিম সুপার মাকের্টে অবস্থিত ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ধৃত আসামীর সাথে তার সহযোগী আসামীরা ভিকটিমের দোকানপাট ভাংচুর ও লুটপাঠ চালাই। ধৃত আসামী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আসামীরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে।
আটক রাকিব বেপারীকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।