মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
মাধবপুর (হবিগঞ্জ), ১২ নভেম্বর ২০২৫:উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবপুরের নেতৃত্বে বুধবার ভোর রাতে অবৈধ বালু উত্তোলন ও পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকাজুড়ে কঠোর নজরদারি করা হয়।
অভিযানে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। যারা নিয়ম ভেঙে বালু উত্তোলন বা পাচারের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং তারা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

